জাফলংয়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক তাজা প্রাণ !

১৩ বছরে প্রাণ গেলো  ৫৫ জনের সিলেটের অন্যতম পর্যটন স্পষ্ট জাফলংয়ে মৃত্যুর মিছিল যেন থামছে না। ১৬ দিনের ব্যবধানে সেখানকার পাহাড়ি নদী পিয়াইনে ডুবে মারা গেছে আরেক কিশোর। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ১৩ বছরে জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন নানা বয়সের ৫৫ জন। তাদের বেশির ভাগই কিশোর ও তরুণ। পাহাড়ি নদীর চোরাবালিতে পড়ে ও সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে। সিলেটের জাফলং অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। পাহাড়টিলা আর চা বাগানসংলগ্ন সীমান্ত ঘেঁষা জাফলং প্রকৃতিকন্যা নামেও পরিচিত। সিলেট নগরী থেকে ৫৯ কিলোমিটার দূরে জাফলংয়ের অবস্থান। গোয়াইনঘাট উপজেলার … Continue reading জাফলংয়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক তাজা প্রাণ !